রাজা রাধাকান্ত দেব
রাজা রামমোহন রায়ের মত রাজা রাধাকান্ত দেব ও পাশ্চাত্য শিক্ষার বিস্তারে আত্মনিয়োগ করেন ।বাংলার নবজাগরণের যুগে তাঁর চরিত্র ছিল সবচেয়ে বিতর্কিত। তিনি একদিকে ছিলেন রক্ষণশীল হিন্দু সমাজের নেতা, অথচ শিক্ষাবিস্তারে তিনি পরম প্রগতিশীল। সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার হাইড ইস্ট এর ডাকে সাড়া দিয়ে তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা সর্বতোভাবে সাহায্য করেছিলেন ।প্রথমে তিনি এই কলেজের পরিচালন মন্ডলীর সদস্য থাকলেও পরে অধিকর্তা ও কর্মধক্ষ নিযুক্ত হয়েছিলেন ।তিনি 1817 খ্রিস্টাব্দে চৌঠা জুলাই প্রতিষ্ঠিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন এবং 1818 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর প্রতিষ্ঠীত ক্যালকাটা সোসাইটির সম্পাদক নিযুক্ত হন। নারী শিক্ষার বিষয় তিনি বিশেষ উৎসাহী ছিলেন। আলোচনায় বলা যায় রাজা রাধাকান্ত দেব সামাজিক বিষয় রক্ষণশীল হলেও শিক্ষার ব্যাপারে তিনি ছিলেন প্রগতিশীল।
রাজা রামমোহন রায়ের মত রাজা রাধাকান্ত দেব ও পাশ্চাত্য শিক্ষার বিস্তারে আত্মনিয়োগ করেন ।বাংলার নবজাগরণের যুগে তাঁর চরিত্র ছিল সবচেয়ে বিতর্কিত। তিনি একদিকে ছিলেন রক্ষণশীল হিন্দু সমাজের নেতা, অথচ শিক্ষাবিস্তারে তিনি পরম প্রগতিশীল। সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার হাইড ইস্ট এর ডাকে সাড়া দিয়ে তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা সর্বতোভাবে সাহায্য করেছিলেন ।প্রথমে তিনি এই কলেজের পরিচালন মন্ডলীর সদস্য থাকলেও পরে অধিকর্তা ও কর্মধক্ষ নিযুক্ত হয়েছিলেন ।তিনি 1817 খ্রিস্টাব্দে চৌঠা জুলাই প্রতিষ্ঠিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন এবং 1818 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর প্রতিষ্ঠীত ক্যালকাটা সোসাইটির সম্পাদক নিযুক্ত হন। নারী শিক্ষার বিষয় তিনি বিশেষ উৎসাহী ছিলেন। আলোচনায় বলা যায় রাজা রাধাকান্ত দেব সামাজিক বিষয় রক্ষণশীল হলেও শিক্ষার ব্যাপারে তিনি ছিলেন প্রগতিশীল।