-->

Saturday, January 26, 2019

ডেভিড হেয়ার


ডেভিড হেয়ার 


বাংলাদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে যে সমস্ত মনীষীর নাম স্মরণীয় হয়ে আছে তার মধ্যে অন্যতম ছিলেন স্কটল্যান্ড এর ঘড়ি নির্মাতা ডেভিড হেয়ার। ভারতে এসে এদেশের মানুষকে প্রকৃতপক্ষে শিক্ষিত করে তুলতে তিনি মন প্রাণ সপে দিয়েছিলেন। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় ডেভিড হেয়ারের অবদান অনস্বীকার্য ।পাশ্চাত্য শিক্ষা বিস্তারের তিনি পটলডাঙ্গা একাডেমি যা বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত প্রতিষ্ঠা করেছিলেন ।এছাড়াও তিনি কলকাতায় বেশ কয়েকটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যেগুলি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সহায়ক হয়েছিল। দরিদ্র ছাত্র রা যাতে সুলভে পাঠ্যপুস্তক পায় সেজন্য তার উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় স্কুল বুক সোসাইটি ও 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় স্কুল সোসাইটি ।এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে মহান এই ইউরোপীয় মনীষী পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে সচেষ্ট হন।

NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

BY SUBHANKAR GHOSH