জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন
পাশ্চাত্য শিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে যে সমস্ত ভারতপ্রেমী ব্রিটিশ রাজ কর্মচারী সচেষ্ট হয়েছিলেন তার মধ্যে জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন ছিলেন অন্যতম। বেথুন সাহেব নামেই তিনি সমধিক পরিচিত। মহিলাদের শিক্ষাদানের জন্য বেথুন সাহেব কলকাতার মির্জাপুরে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এর দান করা জমিতে প্রতিষ্ঠা করেন হিন্দু মহাবিদ্যালয় ।1849 খ্রিস্টাব্দে নাম পরিবর্তন করে রাখা হয় বেথুন স্কুল ।ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বেথুন স্কুলের কার্যকারী সমিতির প্রথম সভাপতি। পরবর্তীকালে এর নাম রাখা হয় বেথুন কলেজ ।ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজে এটি ।ভারতের নারীদের শিক্ষার উন্নতির জন্য আজীবন ব্রতি ছিলেন এই মহান ব্যক্তি।