সালফার এর উৎস
প্রকৃতিতে সালফার নিম্নরূপে পাওয়া যায় যথা
👌1. আগ্নেয়গিরি অঞ্চলে মুক্ত অবস্থায় পাওয়া যায় ।
👌2. সালফাইড রূপে- কপার পাইরাইটিস(Cu2S,Fe2S3) আয়রন পাইরাইটিস(FeS2), কপার গ্লান্স(Cu2S) গ্যালেনা (PbS),জিংক ব্লেন্ড (ZnS),
👌3.সিনাবার সালফেট রূপে -জিপসাম ,CaSo4,2H2O)কাইসে রাইট (MgSO4,H2O)
সালফারের ব্যবহার
👍1. বাণিজ্যিকভাবে সালফিউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম বাই সালফেট প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয়।
👍2. কার্বন ডাই সালফাইড, সোডিয়াম থায়োসালফেট, ক্যালসিয়াম সালফেট, সালফার ক্লোরাইড প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয় ।
👍3.কৃত্রিম রবার প্রস্তুতিতে, বারুদ ,বাজি প্রস্তুতিতে ,ধুপ তৈরিতে, দেশলাই শিল্পে সালফার ব্যবহার করা হয় ।
👍4.কীটনাশক ঔষধ ,জীবাণুনাশক রূপে সালফার ব্যবহার করা হয় ।
🎂সালফার ডাই অক্সাইড
শ্বাসরোধকারী পোড়া বারুদের গন্ধ যুক্ত খুবই বিষাক্ত গ্যাস সালফার ডাই অক্সাইড (SO2).
সালফারের ব্যবহার
👍1. বাণিজ্যিকভাবে সালফিউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম বাই সালফেট প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয়।
👍2. কার্বন ডাই সালফাইড, সোডিয়াম থায়োসালফেট, ক্যালসিয়াম সালফেট, সালফার ক্লোরাইড প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয় ।
👍3.কৃত্রিম রবার প্রস্তুতিতে, বারুদ ,বাজি প্রস্তুতিতে ,ধুপ তৈরিতে, দেশলাই শিল্পে সালফার ব্যবহার করা হয় ।
👍4.কীটনাশক ঔষধ ,জীবাণুনাশক রূপে সালফার ব্যবহার করা হয় ।
🎂সালফার ডাই অক্সাইড
শ্বাসরোধকারী পোড়া বারুদের গন্ধ যুক্ত খুবই বিষাক্ত গ্যাস সালফার ডাই অক্সাইড (SO2).