-->

Sunday, January 27, 2019

WBCS MAIN HISTORY বাংলা ভাষায়

1.নিম্নের কোনটি খ্রিস্টপূর্বাব্দ যুগের ঘটনা নয়?
A.ইন্দো-গ্রীক সাম্রাজ্য প্রতিষ্ঠা
B.বিক্রম সমবত যুগের শুরু
C. চতুর্থ বৌদ্ধ সংগীতি
D. খারবেল দ্বারা হঠিগুম্ফা শিলালিপি
18২ খ্রিস্টাব্দে ডেমেট্রিয়াস কর্তৃক ইন্দো-গ্রীক সাম্রাজ্য প্রতিষ্ঠা। উজ্জয়নীর বিক্রমাদিত্য দ্বারা 58 বিসি তে বিক্রম সমবত যুগের শুরু। চতুর্থ বৌদ্ধ পরিষদ কুষাণ সম্রাট  কনিষ্কর পৃষ্ঠপোষকতায় 72 খ্রিস্টাব্দে কাশ্মীরের কুণ্ডলভানে অনুষ্ঠিত হয়েছিল। কালিঙ্গর রাজা খারভেলা প্রায় 50 বিসি-তে হাতিগুম্ফা শিলালিপি রচনা করেন। তাই সঠিক উত্তর সি হবে।
2.নীচের কোনটি সম্ভবত ভারতে ব্যবহৃত প্রথম ধাতু ছিল?
A. আয়রন
B.তামা
C. গোল্ড
D. রূপা
ধাতু ব্যবহারের প্রথম দিকের ঐতিহাসিক প্রমাণগুলি পাওয়া যায়  তাম্র প্রস্তর যুগে যা 1800 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময় তাম্র (ভারতের প্রথম  ব্যবহার করা ধাতু) এর পাশাপাশি পাথর ও ব্যবহার  করা হত।
3. প্রাচীন ভারতের Jorwe culture নিম্নের কোন রাজ্যের একটি স্থানের নাম থেকে এসেছে
A. মহারাষ্ট্র 
B.কর্ণাটক .
C.গুজরাট 
D.রাজস্থান
Notes: Jorwe Ware Culture is named after site of the same name in Maharashtra. This culture dates between 1600 to 1000 BC. key features of this culture include red pottery, generally with matt surface bearing paintings in black.
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

BY SUBHANKAR GHOSH