-->

Sunday, January 27, 2019

ভারতের অবস্থান



ভারতের অক্ষাংশ গত অবস্থান

দেশের মূল ভূখণ্ড 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ কন্যা কুমারিকা অন্তরীপ থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশ (কাশ্মীরের সীমা) পর্যন্ত বিস্তৃত ।আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট (পূর্ব নাম) 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত। 2004 এর 26 শে ডিসেম্বর সৃষ্ট সুনামিতে ইন্দিরা পয়েন্ট প্রাই নিশ্চিহ্ন হয়ে গেছে।
দ্রাঘিমা অংশ গত অবস্থান
 পশ্চিমে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব দ্রাঘিমা গুজরাটের পশ্চিম সীমা হতে 90 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমার (অরুণাচল প্রদেশের পূর্ব সীমা) মধ্যে অবস্থিত ।ভারতের পূর্ব পশ্চিম এর বিস্তার স্পেন ,ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং পোল্যান্ডের দ্রাঘিমাংশ  গত বিস্তারের সমান।

NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

BY SUBHANKAR GHOSH