-->

Saturday, February 2, 2019

রাজ্যপাল

 অঙ্গ রাজ্যের শাসন বিভাগ রাজ্যপাল এবং রাজ্য মন্ত্রিসভা কে নিয়ে গঠিত হয় ।রাজ্যপাল হলেন রাজ্যের শাসন বিভাগীয় প্রধান ।তার নামেই রাজ্য সরকার এর যাবতীয় কার্য পরিচালিত হয় ।সাধারণত প্রতিটি রাজ্যের একজন করে রাজ্যপাল থাকেন ।অবশ্য দুই বা ততোধিক রাজ্যের জন্য একজন মাত্র রাজ্যপাল থাকতে পারেন। এর উল্লেখ আছে 153 নম্বর ধারায় ।উদাহরণ হিসেবে বলা যায় অসম ,নাগাল্যান্ড রাজ্যের জন্য মাত্র একজন রাজ্যপাল আছেন।
1.নিয়োগ, যোগ্যতা, বেতন ইত্যাদি
2. বিশেষ সুযোগ সুবিধা
 3.ক্ষমতা ও কার্যাবলী 
4.পদমর্যাদা বিষয়ে মতবিরোধ
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

BY SUBHANKAR GHOSH