-->

Saturday, February 2, 2019

ভারতের রাষ্ট্রপতি





👍 নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব শাসক 

ভূমিকা :ভারতের রাষ্ট্রপতি তত্ত্বগতভাবে শাসন বিভাগের চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী হলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি কেবিনেট এর পরামর্শে পরিচালিত হন বলে তাকে কার্যত নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব শাসক বলা হয়।
👍 রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা
A.অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
 B.অন্তত 35 বছর বয়স্ক।
 C.লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে ।
D.কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা স্থানীয় সরকারি কর্তৃপক্ষের কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না।
 E.1997 সালে প্রণীত একটি আইন অনুসারে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম অন্তত 50 জন নির্বাচক কর্তৃক প্রস্তাবিত এবং 50 জন নির্বাচক কতৃক সমর্থিত হতে হবে।
 F.তাছাড়া প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেয়ার সময় 15 হাজার টাকা জামানত রাখতে হবে।

👍নির্বাচন পদ্ধতি
 প্রথমে নির্বাচন সংস্থা গঠন ও পরে তিনটি পর্যায়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

BY SUBHANKAR GHOSH