-->

Saturday, February 2, 2019

WBCS 2012 Prilim অর্থনীতির প্রশ্নোত্তর

 1.ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত
A.রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
B. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
C.জীবন বীমা নিগম
D. ভারতের শিল্প উন্নয়ন ব্যাংক
 উত্তর: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

2.দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে ভারত সরকারের কোন প্রকল্প টি গ্রামীণ গরিবদের করেছে
A.জোহর রোজগার যোজনা
B.ইন্দিরা গান্ধী গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প
C.জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প
D.কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প
উত্তর:
জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প
3. ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কি A.কিছু কিছু বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা মুখ‍্য‍ত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য
B.এমন কতিপয় শক্তিশালী শিল্প ইউনিট করা যাতে কর্মসংস্থানের সুবিধা হয়
C.শিল্প ইউনিট কে বিশেষ সুবিধা দেওয়া
D.ওপরের কোনোটিই নয়
উত্তর:কিছু কিছু বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা মুখ‍্য‍ত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য
4.কোন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে
A.আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক
B .পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক
C.ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড /আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার
D. ওপরের কোনোটিই নয়
উত্তর:ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড /আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

BY SUBHANKAR GHOSH