-->

Saturday, February 2, 2019

ভূগোলের এক কথার জি কে 2

1. ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুর স্থানীয় সময়ের পার্থক্য কত ?
উঃ 1 ঘন্টা 57 মিনিট।

2. পৃথিবীর স্থলভাগের কেন্দ্রে অবস্থিত দেশের নাম কি ?
উঃ ভারত।

3. রাজাজী ন্যশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উঃ উত্তরাখণ্ড।

4. ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত জলবিভাজিকা কোনটি ?
উঃ পাটকই ভূম ও নাঙ্গা পর্বত।

5. ভারতের কোথায় জারোয়া সম্প্রদায় বসবাস করেন ?
উঃ আন্দামান দ্বীপপুঞ্জে।

6. ‘মিট্টি বাঁচাও আন্দোলন’ কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
উঃ মধ্যপ্রদেশ (হোসেঙ্গাবাদ, 1977)।

7. ভারত তথা এশিয়ার কোথায় প্রথম বিদ্যুতের ব্যবহার শুরু হয় ?
উঃ ব্যাঙ্গালোরে (1906)।

8. ভারতের সর্বাধিক দূষিত হ্রদের নাম কি ?
উঃ ভূপালের ভোজ হ্রদ।

9. বর্তমানে ভারতে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কত ?
উঃ 50 টি।

10. ভারতের পূর্বতম স্থানের নাম কি ?
উঃ অরুণাচল প্রদেশের কিবিথু।

11. ওরন কি ?
উঃ রাজস্থানের অধিবাসীদের পবিত্র বন।

12. কোন রাজ্য ভেঙ্গে ছত্তিশগড় রাজ্যের জন্ম হয় ?
উঃ মধ্যপ্রদেশ।

13. ভারতের দীর্ঘতম সেতুর নাম কি ?
উঃ আন্না ইন্দিরা গান্ধী সেতু।

14. রসিকবিল জলাভূমি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ পশ্চিমবঙ্গে।

15. সর্পক্ষারু কি ?
উঃ কেরালায় আদিবাসী সংরক্ষিত পবিত্র বনভূমি।

16. নীল গাই কোন অভয়ারণ্যে দেখা যায় ?
উঃ কিন্নার অভয়ারণ্যে।

17. ভারতের নবীনতম প্রধান বন্দরের নাম কি ?
উঃ এন্নোর বন্দর।

18. দামোদর নদীর প্রধান শাখানদীর নাম কি ?
উঃ মুন্ডেশ্বরী।

19. ভারতের প্রথম বিমান শিল্প-কারখানা কোথায় গড়ে ওঠে ?
উঃ ব্যাঙ্গালোরে।

20. নাগিন হ্রদ কোথায় অবস্থিত ?
উঃ শ্রীনগরে।
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

BY SUBHANKAR GHOSH