-->

Saturday, February 2, 2019

ভূগোলের এক কথার জি কে

1. TRAI এর সম্পূর্ণ নাম কি ?
উঃ Telecom Regulatory Authority of India .

2. বর্তমানে ভারতে ডাকঘরের সংখ্যা কত ?
উঃ 1,55,300 (প্রায়)।

3. ভারতে বর্তমানে ‘নবরত্ন’ সম্মান প্রাপ্ত কোম্পানির সংখ্যা কত ?
উঃ 17 টি।

4. 17 তম নবরত্ন সংস্থার নাম কি ?
উঃ Indian Shipping Corporation.

5. রেল মন্ত্রকের অধীনে অধিগৃহীত সংস্থার সংখ্যা কত ?
উঃ 10 টি।

6. ভারতের প্রথম মানব উন্নয়ন সূচক কবে প্রকাশিত হয় ?
উঃ 2002 সালের 23 এপ্রিল।

7. ভারতের প্রথম মানব উন্নয়ন সূচক প্রকাশ কালে প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ অটলবিহারী বাজপেয়ী।

8. Agricultural Insurance Company of India Ltd. কবে গঠিত হয় ?
উঃ 2002 সালে।

9. জাতীয় কৃষি বীমা প্রকল্প ঘোষিত হয় ?
উঃ 1999-2000 রবি মরসুমে।

10. ভারতে সবুজ জ্বালানীর সূচনা হয় কবে ?
উঃ 2000 সালের 1লা ফেব্রুয়ারীতে।

11. ভারতের প্রথম স্থায়ী সিমেন্ট শিল্প কোম্পানির নাম কি ?
উঃ Indian Cement Company Ltd. (1914)।

12. ভারতের দ্বিতীয় বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কোনটি ?
উঃ চিনি শিল্প।

13. ভারতের বৃহত্তম সংগঠিত শিল্প কোনটি ?
উঃ কার্পাস বয়ন শিল্প।

14. National Jute Policy of India কবে গৃহীত হয় ?
উঃ 2005 সালে।

15. কখন ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটানো হয় ?
উঃ 1966 সালে।

16. 1948 সালের শিল্পনীতিতে ভারতীয় শিল্পকে কয় ভাগে ভাগ করা হয় ?
উঃ চারভাগে।

17. ভারতে দ্বিতীয় শিল্পনীতি গৃহীত হয় কবে ?
উঃ 1956 সালে।

18. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সবুজ বিপ্লবের সূচনা হয় ?
উঃ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

19. পশ্চিমবঙ্গের কোন জেলা 1960-61 সালে ঘোষিত নিবিড় কৃষি উন্নয়ন প্রকল্পের অন্তর্গত হয় ?
উঃ বর্ধমান।

20. 1960-61 সালে ঘোষিত নিবিড় কৃষি উন্নয়ন প্রকল্পে ভারতের কটি জেলাকে অন্তর্গত করা হয় ?
উঃ 7 টি।
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

BY SUBHANKAR GHOSH