-->

Saturday, February 2, 2019

পশ্চিমী ঝঞ্জা (Westerly Disturbances)


পশ্চিমী ঝঞ্জা: শীতকালে বায়ুচাপ বলয় দক্ষিণে সরে যাওয়াই ভারতের উত্তর-পশ্চিম অঞ্চল পশ্চিমা বায়ু বলয়ের অন্তর্ভুক্ত হয় ।ফলে ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই অঞ্চলে প্রবেশ করে ও গভীর নিম্নচাপ সৃষ্টি করে ।এই নিম্নচাপ উত্তর প্রদেশের পূর্বাংশ, বিহার এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়। এই সময় ঘূর্ণবাতের সৃষ্টি হয় ।ঘূর্ণবাত এর প্রভাবে জম্মু ও কাশ্মীরে বৃষ্টিপাত এবং পাঞ্জাব ,হরিয়ানা তে বৃষ্টিপাত ঘটে। এর প্রভাবে কখনো কখনো উত্তর প্রদেশ ,বিহার ও পশ্চিমবঙ্গে শীতকালে বৃষ্টিপাত সংঘটিত হয়। এরূপ ঘূর্ণবাত কে পশ্চিমী ঝঞ্জা বলে।

NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
NEXT ARTICLE Next Post
PREVIOUS ARTICLE Previous Post
 

BY SUBHANKAR GHOSH